কেন এই ওয়েবসাইট
সারা জীবন বাংলাদেশের মানুষের প্রগতির কথা চিন্তা করে অবিশ্রান্তভাবে জ্ঞান অর্জন করতে চেষ্টা করেছি। আজ প্রায় ৪৭ বছর বয়সে এসে যখন প্রায় আশাহত হয়ে সবকিছু ছেড়ে দিচ্ছিলাম তখন ভাবলাম কিছু লিখে রেখে যাই- তার অর্থ থাকুক বা না থাকুক, কোন কাজে আসুক আর না আসুক। এখানে যা লিখছি তার প্রতিটি শব্দ হোক হৃদয় নিঃসৃত সত্যর নির্যাস- হোক বাংলাদেশ ও পৃথিবীর মানুষের কল্যাণ কামনায়।
Statement
5/8/20241 min read